Khoborerchokh logo

তানোরে করোনা প্রতিরোধে ওসির প্রচারণা 302 0

Khoborerchokh logo

তানোরে করোনা প্রতিরোধে ওসির প্রচারণা

রাজশাহীর তানোরে করোনা ভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে থানা পুলিশের পক্ষ থেকে লিফলেট বিলি করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দিনব্যাপী তানোর পৌরশহরের জিরোপয়েন্ট, গোল্øাপাড়া হাট, তালন্দ বাজার, মুন্ডুমালা বাজারসহ বেশ কয়েকটি জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করেন তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাকিবুল হাসান। এ সময় থানার তদন্ত (ওসি) আনোয়ার হোসেনসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওসি রাকিবুল জানান, করোনা ভাইরাসের খবরে আতংকিত না হয়ে মানুষ যেন সচেতন হয় সে লক্ষ্যে জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক তানোর উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদসহ জনবহুল স্থানে প্রচারপত্র বিলি ও প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া মানুষ যেন কাজের বাইরে এক জায়গায় জমায়েত না হয়, সে ব্যাপারে তাদের বোঝানো হচ্ছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com